Logo

খেলাধুলা    >>   মিরপুরে সাকিবভক্তদের ওপর হামলা, সাকিব-বিরোধীদের সঙ্গে উত্তেজনা

মিরপুরে সাকিবভক্তদের ওপর হামলা, সাকিব-বিরোধীদের সঙ্গে উত্তেজনা

মিরপুরে সাকিবভক্তদের ওপর হামলা, সাকিব-বিরোধীদের সঙ্গে উত্তেজনা

আগামীকাল মিরপুর টেস্ট শুরুর আগে আজ সাকিব আল হাসানের সমর্থকরা মিরপুর স্টেডিয়ামের সামনে সমাবেশ করেন। ‘সাকিবিয়ান’ নামে পরিচিত ভক্তদের একটি দল শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরছিল—সাকিবকে দেশে ফিরিয়ে এনে বিদায়ী টেস্ট খেলার সুযোগ দিতে হবে। বিকেল তিনটার দিকে হঠাৎ করে ‘সাকিব বিরোধী’দের একটি দল লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর আক্রমণ চালায়। এই হামলায় সাকিবিয়ানদের অনেকেই মারধরের শিকার হন।

আক্রমণের পর সাকিবিয়ানরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেলেও পরে আবার সংগঠিত হয়ে স্টেডিয়ামের সামনে ফিরে আসে। এ সময় নিরাপত্তা কর্মীরা দুই পক্ষকেই ছত্রভঙ্গ করে দেন। সাকিবিয়ানদের দাবি ছিল, সাকিবকে বিদায়ী টেস্ট খেলানোর সুযোগ না দিলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি ফারুক আহমদকে পদত্যাগ করতে হবে।

দ্বিতীয়বার ফিরে এসে তারা সংবাদমাধ্যমের কাছে নিজেদের দাবি জানায়। এ সময় আবারও সাকিব বিরোধীরা তাদের ওপর আক্রমণ করে। ঘটনার মধ্যেই এক সাকিবভক্তকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ আনা হয়েছে, যদিও তিনি দাবি করেন যে, তিনি শুধু সাকিবের পক্ষে স্লোগান দিয়েছেন।

স্টেডিয়ামের বাইরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে, কারণ এই উত্তেজনার সময় ভেতরে দক্ষিণ আফ্রিকা দল অনুশীলন করছিল।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert